30 C
Dhaka
Thursday, August 18, 2022
spot_img

শাকিবের পর এবার পাবনা গেলেন অপু

Ads By Google

শাকিবের পর এবার পাবনা গেলেন অপু

 

‘ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস শুটিংয়ে অংশ নিতে পাবনা গিয়েছেন। সেখানে তিনি ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য এর আগে গত এপ্রিল মাসে চিত্রনায়ক শাকিব খান পাবনায় ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং করেছিলেন।

পাবনায় এই লটে পাঁচদিন শুটিং করবেন অপু বিশ্বাস। এই চিত্রনায়িকা বলেন, ‘কিছুক্ষণ আগে পাবনা পৌঁছেছি। আগামীকাল থেকে শুটিং করবো। এই লটে পাঁচদিনের শুটিং করে ঢাকা ফিরবো।’

উপমা কথাচিত্রের ব্যানারে নির্মিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বাঁধছেন অপু-জয় চৌধুরী। গত ১৭ মে বিএফডিসির ৯ নম্বর ফ্লোরে সিনেমাটির মহরতের মাধ্যমে শুটিং শুরু হয়। এর আগে ‘হিটম্যান’ সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে কাজ করেছেন জয়।

অপু-জয় ছাড়াও ‘প্রেম প্রীতির বন্ধন’-এ আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।

 

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘প্রিয় কমলা’ সিনেমাটি গতমাসে মুক্তি পায়। অপু অভিনীত ‘ছায়াবৃক্ষ’ এবং ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

সম্পর্কিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Ads By Google

সোস্যাল মিডিয়া

50,000ভক্তলাইক
50,000ফলোয়ার্সফলো
50,000ফলোয়ার্সফলো
50,000গ্রাহকদেরসাবস্ক্রাইব

Ads By Google

সর্বশেষ

Ads By Google