27.1 C
Barisāl
Wednesday, October 20, 2021

নিয়ে নিন ফেসবুক নিরাপত্তা

Ads By Google

Ads By Google

নিয়ে নিন ফেসবুক নিরাপত্তা:

ফেইসবুক! বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় সামাজিক যোগাোগ মাধ্যম। এর সূচনা ২০০৪ সালে হলেও এর ব্যাবহারকারীর সংখ্যা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের তুলনায় কয়েকগুন বেশি যা কিনা চোখে পড়ার মতো। তবে হ্যা, এটি জেমন পারস্পরিক সম্পর্ককে বৃদ্ধি করছে তেমনি করে মানুষকে ভুলিয়ে দিচ্ছে সত্যিকারের যোগাযোগের অনুভুতি। আপনার যদি একটি ফেইসবুক একাউন্ট থাকে তাহলে আপনি পৃথিবীর যেকোনো প্রান্তের অন্যকোনো ফেইসবুক ব্যবহারকারীর সাথে বন্ধুত্ব তৈরী করতে পারেন, আদান-প্রদান করতে পারেন তথ্য যেমন( ছবি,অডিও,ভিডিও ইত্যাদি)। তবে এমনটা কখনোই ভাববেন না যে আপনি এখানে নিরাপদ। যেকোন সময় হ্যাক হোতে পারে আপনার একাউন্ট চুরি হোতে পারে আপনার তথ্য, ফাস হতে পারে আপনার লুকাইত সত্য।

তাই জানতে হবে এর সঠিক ব্যাবহার।
যেমন-
১. শক্তিশালী পাসওয়ার্ড ব্যাহবার।
২. টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখা, যাতে অন্যকোন ডিভাইজ থেকে আপনার একাউন্ট এ ঢুকলে আপনি মেসেজ পান। অথবা আপনার কাছে আসা অন টাইম পাসওয়ার্ড ছাড়া লগিং করতে না পারা।
৩. ই-মেইল এর ফোন নাম্বার নাম্বার ব্যাবহার করুন।
৪. আপনার কয়েকজন বিশস্ত লোককে এড করুন ব্যাকাপ এর জন্য।
৫. ই-মেইল ব্যাবহার করতে পারেন আইডির রিকভারি এর জন্য।

ইত্যাদি।

Ads By Google

Ads By Google

সম্পর্কিত খবরাখবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Ads By Google

Ads By Google

আমাদের সংঙ্গে যুক্ত হউন

50,000ভক্তলাইক
50,000ফলোয়ার্সফলো
50,000ফলোয়ার্সফলো
50,000গ্রাহকদেরসাবস্ক্রাইব

সর্বশেষ খবর

Ads By Google