31 C
Dhaka
Monday, September 26, 2022

কোথায় দান-সদকা করা যাবে

কোথায় দান-সদকা করা যাবে

মসজিদ-মাদরাসার বাইরে আর কোন কোন জায়গায় সদকার টাকা দেয়া যায় অথবা খাওয়ানো যায় অথবা ব্যবহার করা যায়? এমন প্রশ্নের উত্তরে বাইতুল আমান জামে মসজিদের খতিব মুফতি ওয়াহিদুজ্জামান ইসহাকি বলেন, দান-সদকা শুধু যে মসজিদে অথবা মাদরাসায় করা যায় তা নয়। বরং দানের আরও জায়গা আছে। গরিব, অসহায় আত্মীয়-স্বজন, প্রতিবেশী, ভিক্ষুক এবং সেবামূলক প্রতিষ্ঠানেও দেয়া যাবে।

তিনি আরও বলেন, দানের ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে আমরা কি দান করতেছি? যাকাত-ফিতরার টাকা তাকেই দেয়া যাবে, যে এই টাকা খাওয়ার উপযুক্ত। এছাড়া কাউকে দেয়া যাবে না। যেটা সাধারণ অনুদান আমরা যেটাকে সদকা বলছি, এই অনুদানগুলো আমরা অন্য যেকোনো জায়গায় দিতে পারব। সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে সদকা দেয়া যাবে। আর গরিব-অসহায়দেরকে দিলে এটা আরও বেশি ভালো।

তিনি আরও জানান, হাদিসে বলা আছে, দান-অনুদান মূলত আল্লাহর যে রাগ, আমাদের প্রতি যে গজব, সেটাকে কমিয়ে দেয় বা একবারে মিটিয়ে দেয়। অনুরূপ অপমৃত্যু থেকে একজন বান্দাকে দান-সদকা রক্ষা করে থাকে।

সম্পর্কিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সোস্যাল মিডিয়া

50,000ভক্তলাইক
50,000ফলোয়ার্সফলো
50,000ফলোয়ার্সফলো
50,000গ্রাহকদেরসাবস্ক্রাইব

সর্বশেষ