23.1 C
Barisāl
Thursday, October 21, 2021

ইরাকের বিমানবন্দরে ড্রোন হামলা

Ads By Google

Ads By Google

ইরাকের বিমানবন্দরে ড্রোন হামলা

ইরাকের আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। বিমানবন্দরটি আরবিলের মার্কিন দূতাবাসের কাছেই অবস্থিত।  স্থানীয় সময় গতকাল শনিবার এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

কুর্দি নিরাপত্তা বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, দুটি ড্রোন হামলায় কেউ হতাহত হয়নি। বিমানবন্দরেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই বিমানবন্দর জঙ্গিবিরোধী বাহিনীর ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়।

জঙ্গিবিরোধী দলের পরিচালক আহমেদ হোশিয়ার বলেছেন, হামলায় বিমানবন্দরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইরাকের বিমানবন্দরে ড্রোন হামলা

অন্যদিকে, এএফপির এক প্রতিনিধি ঘটনাস্থল থেকে জানিয়েছেন, দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেইসঙ্গে মার্কিন দূতাবাসের চারপাশে ধোঁয়া উড়তেও দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমানবন্দরের প্রবেশপথ বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।

কয়েক মাসে ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে এ ধরনের হামলার ঘটনা প্রায়ই ঘটছে। তবে এসব হামলার দায় কেউ স্বীকার করেনি। ওয়াশিংটন ইরাকে এসব হামলার জন্য ইরান–সমর্থিত বাহিনীকে দায়ী করেছে।

 

Ads By Google

Ads By Google

সম্পর্কিত খবরাখবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Ads By Google

Ads By Google

আমাদের সংঙ্গে যুক্ত হউন

50,000ভক্তলাইক
50,000ফলোয়ার্সফলো
50,000ফলোয়ার্সফলো
50,000গ্রাহকদেরসাবস্ক্রাইব

সর্বশেষ খবর

Ads By Google